October 4, 2021

✅ বাচ্চাদের বুদ্ধি ও শরীর গঠনে বাদামের গুঁড়ার জাদু

শিশুর বেড়ে ওঠার সময় সঠিক পুষ্টি খুবই জরুরি। বাদামের গুঁড়া প্রাকৃতিকভাবে সমৃদ্ধ প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও নানা ভিটামিনে পূর্ণ, যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ও শরীর গঠনে সহায়ক। এক চামচ বাদামের গুঁড়া দুধে মিশিয়ে দিলে শিশুর খাবারে স্বাদ, ঘ্রাণ আর পুষ্টি—সবই বাড়ে। এখন থেকেই শিশুর খাবারে যুক্ত করুন এই ঘরে তৈরি, নিরাপদ এবং ভেজালমুক্ত বাদামের গুঁড়া।
October 4, 2021

বিভিন্ন ধরনের বাদামের মিশ্রণ (Mixed Nuts)

বিভিন্ন ধরনের বাদামের মিশ্রণ (Mixed Nuts) হলো একসাথে কয়েক প্রকার বাদাম মিশিয়ে তৈরি একটি পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য উপাদান। এটি স্বাস্থ্য সচেতন মানুষ, শিশু, ও বয়স্কদের জন্য অত্যন্ত উপযোগী।